জেলার খবর

দেবীদ্বারে দুই পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৩জন

কুমিল্লা প্রতিনিধি ॥ দেবীদ্বার উপজেলার ছোটশালঘর ষ্টেশন এলাকায় রবিবার দুপুরে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাণিজ্যিক এলাকা ছোটশালঘরে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় পিকআপগুলোতে মোট তিনজন যাত্রী ছিল। তাদের মধ্যে দুজন এবং অপর একজনের বাড়ি একই উপজেলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় তাদের শরীরের বিভিন্ন অংশে চরম আঘাত লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মিরপুর পুলিশ ফাঁড়ির এএসআই রুহুল বলেন, দুর্ঘটনার দুটি পিকআপ গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

এই দুর্ঘটনার ফলে ওই এলাকা কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মতামত দিন