দেবীদ্বারের ৩ কোটি টাকার সড়ক দেবে ভেঙে পড়ায় জনভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার দেবীদ্বারে সম্প্রতি সংস্কার করা ৩ কোটি ২৭ লক্ষ টাকার সড়ক দেবে ভেঙে পড়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। সমস্যা সৃষ্টি হয়েছে সুবিল ইউনিয়নের ‘আব্দুল্লাপুর–শিবনগর তেমুনি সামার জাঙ্গাল’ সড়কে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমি এন্টারপ্রাইজ ২০২৪ সালের ডিসেম্বরে পিচ ঢালাই শেষ করে। তবে সড়কের দু’পাশে ৩ থেকে ৪ ফুট মাটি ভরাট না হওয়ায় বর্ষার পানিতে সড়ক দেবে ভেঙে পড়ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ঠিকাদার বিল ও জামানতের টাকা উত্তোলন করলেও দায়িত্ব পালন করেননি।

রোছমত আলী বলেন, “৫ বছর ধরে কাজ বিলম্বিত হলেও সম্প্রতি পিচ ঢালাই করা হয়েছে। কিন্তু সড়কের পাশে মাটি না থাকায় বর্ষায় চলাচল দুষ্কর হয়ে গেছে।”

ঠিকাদার মো. সেলিম সরকার বলেন, “কাজ সম্পন্ন হওয়ার পরই বিল উত্তোলন করেছি। আশপাশে ড্রেজার ব্যবহারের কারণে সড়ক দেবে ভেঙেছে।”
দেবীদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “কার্যাদেশ অনুযায়ী মাটি ভরাট করা হয়েছিল। বৃষ্টির পানি মাটি সরিয়েছে। বিল ও জামানতের অর্থ ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে।”

স্থানীয়রা দ্রুত পুনঃসংশোধন ও মেরামতের দাবি জানিয়েছেন। সড়ক না সংস্কার হলে বর্ষাকালে চলাচল অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন