জেলার খবর

দিনাজপুরে দুই ভাইয়ের কাছে পিস্তল-গুলি উদ্ধার

হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১৭ আগস্ট) ভোরে কমলপুর ইউনিয়নের বড়গ্রাম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল জব্বারের ছেলে মুরসালিন বাবুর শয়নকক্ষে তালাবদ্ধ ট্রাংক তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা হলেন- মোসলেম (৩৫) এবং তার ভাই মুরসালিন বাবু (২৮)। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তারকৃতদের দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে।

মতামত দিন