দাফনের ২৪ বছর পরও অক্ষত বাহের আলী
কুড়িগ্রাম প্রতিনিধি ॥ ফকিরের হাটের একটি মাদ্রাসা মাঠে ২৪ বছর পর অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া লাশ এলাকাজুড়ে ধর্মীয় আলোচনা ও চমক সৃষ্টি করেছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য খননকালে মৃতদেহটি পাওয়া যায়।লাশটি মো. বাহের আলী নামে এক বৃদ্ধের, যিনি মৃত্যুর সময় ৭০ বছর বয়সী ছিলেন। তাকে দুই যুগ আগে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছিল। মাদ্রাসার দাতা সদস্যের পুত্র বাহের আলীর মৃতদেহ কবর খোঁড়ার সময় একেবারে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে।
লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এক নজর দেখার জন্য। উপস্থিত লোকজন বিস্ময় প্রকাশ করে বলেন, এ যেন এক অলৌকিক ঘটনা।
ধর্মীয় নেতারা জানান, যে ব্যক্তি পবিত্রতা, ইমানদার জীবন এবং সুন্নাতের পথে জীবনযাপন করেন, আল্লাহ তাআলা চাইলে তার মরদেহ কবরে নষ্ট করেন না। বাহের আলী ছিলেন তেমনি একজন ধার্মিক ও সদাচারী মানুষ।
স্থানীয়দের মতে, বাহের আলীর জীবনের আদর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
শেষ পর্যন্ত হাজারো মানুষের উপস্থিতিতে মরদেহ পুনরায় দাফন করা হয়। এলাকায় বিষয়টি নিয়ে দোয়া মাহফিল এবং কোরআন খতমের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত দিন