তুহিন হত্যায় সারাদেশে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন
খাগড়াছড়ি প্রতিনিধি ॥ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক। এ সময় সহ-সভাপতি জহরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি কানন আচার্য, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিকসহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার ঘটনা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মতামত দিন