তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম, শঙ্কায় জনপদ
ডেস্ক রিপোর্ট ॥ তিস্তা নদীতে পানির প্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে, যা নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে শঙ্কা তৈরি করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৫ মিটার, যা বিপৎসীমার ওপর দিয়ে বইছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ পয়েন্টে পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে ধীর গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নদীর পানি আরও বাড়িয়ে তুলতে পারে।
এই পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার ঝুঁকি রয়েছে। বিশেষ করে তিস্তা তীরবর্তী গ্রামগুলোতে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, ভারতের উজানের পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় পানি কিছুটা কমেছে। দোমোহনীতে ১১ ঘণ্টায় পানি ৭ সেন্টিমিটার এবং গজলডোবা ব্যারাজে পানি ৫ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে উজানে পানির প্রবণতা কমলেও ডালিয়ায় রাত ১২টা পর্যন্ত পানি কিছুটা বাড়তে পারে, এরপর স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “বর্তমান পানি বৃদ্ধি চিন্তার কারণ নয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেব।”
স্থানীয়রা জানিয়েছেন, আগের বছরগুলোর অভিজ্ঞতা অনুযায়ী পানি দ্রুত বৃদ্ধি পেলে আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা দেখা দেয়। তাই তারা আগেভাগেই নিজেদের সুরক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
মতামত দিন