তারেক রহমানের বিরুদ্ধে মামলার বাদী সেই যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালে দায়েরকৃত মামলার বাদী ও যুবলীগ নেতা হোসাইন আহমেদ হোসেন এবার নিজেই গ্রেফতার হলেন সাব্বির হত্যা মামলায় আসামী হিসেবে।সোমবার দিবাগত রাতে দেবীদ্বার থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
হোসাইন আহমেদ ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগের সক্রিয় সদস্য। ২০১৪ সালে তিনি বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন, যা তাকে আলোচনায় নিয়ে আসে। তবে এবার তিনি আলোচনায় আসলেন এক ভয়াবহ হত্যা মামলার আসামী হিসেবে।
২০২৪ সালের ৫ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির নিহত হন। সাব্বিরের মামা নাজমুল হক পরে ১৪ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে হোসাইন ৫৩ নম্বর এজাহারভুক্ত আসামী। মোট ২৪৯ জনকে অভিযুক্ত করা হয়।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে হোসাইন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তবে পুলিশের ধরপাকড় অভিযান এবং সোশ্যাল মিডিয়ার তৎপরতার কারণে অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
দেবীদ্বার থানার ওসি ইলিয়াছ বলেন, “হোসাইন পলাতক থাকলেও তার গতিবিধি নজরদারিতে ছিল। আজ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”
মতামত দিন