জেলার খবর

ডাকাতদের কবলে স্বেচ্ছাসেবকদল নেতা, লুট ২২ লাখ

পটুয়াখালী প্রতিনিধি ॥ স্বেচ্ছাসেবকদল নেতা আতিকুর রহমান মিলনের বাসার পর একই রাতে ডাকাতদল আলীপুরের আরও দুটি বাড়িতে হানা দিয়েছে। শনিবার মধ্যরাতে পূর্ব আলীপুরের আবুল হোসেন খান এবং মহিউদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

আবুল হোসেন খানের বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করে। এসময় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে রাখে তারা। ঘরে তল্লাশি চালিয়ে ছয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার টাকা লুট করে।

অন্যদিকে, মহিউদ্দিনের বাড়িতে সিঁধ কেটে ঢোকে ডাকাতদল। ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর তছনছ করে আট আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে যায়। তবে এসময় কাউকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি।

পুলিশ জানায়, দুটি ঘটনার পরই আলীপুর এলাকায় টহল জোরদার করা হয়েছে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমরা দ্রুত মামলা গ্রহণ করব।”

একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো গ্রাম।

মতামত দিন