ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ে স্কুলছাত্রীর মৃত্যূ
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১ সেপ্টেম্বর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সঙ্গিতা পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের কন্যা ও লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার চাচা সাতানু সিংহ জানান, ভোর ৪টার সময় ঘুমানোর সময়ে সাপ কামড় দেয়। প্রাথমিকভাবে ওঝা নিয়ে বিষ নামানোর চেষ্টা করা হলেও শিশুটি বাঁচানো যায়নি। পরে সকাল ৯টায় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। দুপুর ২টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম বলেন, “মাথার উপরভাগে কামড় ছিল। দ্রুত হাসপাতালে আনা গেলে বাঁচানো সম্ভব হতো। পরিবারের অনুপযুক্ত প্রাথমিক ব্যবস্থার কারণে মৃত্যু ঘটেছে।”
স্থানীয়রা শোকাহত। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় তারা এখনও অবগত নন।
স্থানীয় ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সাপের কামড়ের ক্ষেত্রে অবিলম্বে হাসপাতালে নেওয়া এবং প্রাথমিক ঝাঁড়ফুক বা ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর না করা জরুরি।
মতামত দিন