জেলার খবর

টেকনাফে ১২ বাংলাদেশি জেলেকে অপহরণ করল আরাকান আর্মি, নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি ॥ কক্সবাজারের টেকনাফে শনিবার (২৩ আগস্ট) দুপুরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বঙ্গোপসাগর থেকে ফেরার পথে ১২ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে নাইক্ষ্যংদিয়া এলাকার সাগরপথে।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছে মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মো. মোস্তাক (৩৫) এবং নুরুল আমিন (৪৫)। একজনের নাম এখনও জানা যায়নি। তারা সকলেই শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তার নৌকায় জেলেরা মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন। ফেরার পথে বৈরী আবহাওয়া দেখা দিলে তারা ঘাটের দিকে রওনা দেয়। এই সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয় জনগণ আতঙ্কিত ও উদ্বিগ্ন। তারা সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রশাসনকে সমন্বিত পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন। উল্লেখ্য, শাহপরীর দ্বীপ ও আশেপাশের এলাকা প্রায়শই সমুদ্রপথে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংযোগ হিসেবে ব্যবহৃত হয়, যা নিরাপত্তার অভাবে স্থানীয়দের ঝুঁকি বাড়ায়।

মতামত দিন