জেলার খবর

টেকনাফে পিস্তল, অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি ॥ টেকনাফে যৌথ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। রবিবার রাতে রাজারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা পুলিশের সঙ্গে যৌথভাবে এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র এবং প্রায় ৫ লাখ টাকার সমমূল্যের ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাস ও মাদক চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বদা প্রস্তুত এবং এসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।

এদিকে স্থানীয়রা বলছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে মাদক ও অস্ত্র ব্যবসায়ী চক্র দুর্বল হয়ে পড়বে। ফলে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

মতামত দিন