জেলার খবর

ঝিনাইদহে সড়কে প্রাণ হারাল দুই কিশোর শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। বুধবার রাত ৮টার দিকে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) এবং একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব ও আরাফাত মোটরসাইকেলযোগে বয়েরাতলা বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেল ও একটি বাইসাইকেল তাদের গতি রোধ করতে না পেরে ধাক্কা খায়। মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়। ফরিদপুরে নেওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যান। বাকি আহতদের চিকিৎসা চলছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতাই এ দুর্ঘটনার কারণ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে নিহতদের সহপাঠীরা শোকে ভেঙে পড়েছে।

মতামত দিন