ঝিনাইদহে স্কুল কমিটি দ্বন্দ্বে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি ॥ বিদ্যালয়ের একটি পরিচালনা কমিটি গঠনকে ঘিরে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও থামেনি এদের রেষারেষি।ঘটনার সূত্রপাত ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে। জামায়াত সমর্থিত জহুরুল ইসলামকে কমিটির সভাপতি নির্বাচিত করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ের সভাকক্ষে কমিটির একটি বৈঠক চলছিল। এ সময় দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত রূপ নেয় সংঘর্ষে। হামলায় বিএনপি ও জামায়াতের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে বিএনপির পক্ষে ছিলেন—ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও রহমতুল্লাহ।
জামায়াত পক্ষের আহতরা হলেন—জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী।
তাদের সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে হাসপাতালে ফের সংঘর্ষ বাধে। দুই পক্ষ একে অপরকে মারধর করতে শুরু করে। এতে সাধারণ রোগী ও স্বজনরা চরম ভীতিকর পরিবেশের মধ্যে পড়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর হাসপাতালজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সদর থানার ওসি বলেন, “স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে পুরোনো বিরোধ ছিল। এর জেরেই বৃহস্পতিবার এ সহিংসতা ঘটে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয়রা জানান, এক শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন সংঘর্ষে শিক্ষা ও শান্তি বিঘ্নিত হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
মতামত দিন