ঝালকাঠিতে বিএনপি নেতার বাঁশ-টিনের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় প্রতিবেশী বিরোধকে কেন্দ্র করে একটি পরিবার তিন দিন ধরে অবরুদ্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির হোসেন ও তার স্ত্রী নাজমা বেগম সরকারি রাস্তার ওপর বেড়া দিয়ে একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেন।ভুক্তভোগী আরিফুর রহমান থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার বাড়ি নির্মাণের সময় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের চুরির দৃশ্য ধরা পড়ে। ফুটেজ প্রকাশের পর বিরোধ চরম আকার নেয়। এর জেরে বাড়ির প্রবেশপথ আটকে দেওয়া হয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার পরিবারকে হুমকি এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।
আরিফুর রহমান বলেন, “আমরা কোনোভাবেই বাড়ি থেকে বের হতে পারছি না। আমার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। চলাচলের রাস্তা খুলে না দিলে আমরা পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় থেকে যাচ্ছি।”
অভিযুক্ত জাকির হোসেন দাবি করেন, বেড়া তার নিজস্ব জমির ওপর দেওয়া হয়েছে। তিনি বলেন, “যদি এটি তাদের সম্পত্তি হয়, তাহলে প্রমাণ দেখালে আমি তা সরিয়ে নেব।”
ঘটনার পর ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে আলোচনার জন্য ডাকা হয়েছে। তিনি আশ্বাস দেন, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন