জেলার খবর

জিয়াউর রহমান আমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন: মাওলানা জুনায়েদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সংসদ প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, আমার যুবদল, ছাত্রদলের ভাইদের উদ্দেশ্য বলছি শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, এগুলো আমাদের স্মরণে আছে। মোল্লা এবং মিস্টারের সমন্বয়ে আগামী বাংলাদেশ গড়তে চাই। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সরাইল উপজেলা'র চুন্টা ইউনিয়নে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মীসভায় এ কথা বলেন তিনি। মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমেরিকা কিছুদিন থেকে স্বচক্ষে দেখেছি আওয়ামীলীগ নেতারা সেখানে রাজকীয় জীবনযাপন করছে, ১৭ বছরের লুটপাটের অর্থে নিজেরা বাড়ি-গাড়ি'র মালিক হয়েছে বিদেশে'র মাটিতে। 

অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এখন পর্যন্ত ভাড়া বাড়িতে বসবাস করছে। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিরুদ্ধে কোনো অর্থ দুর্নীতির সঠিক প্রমাণ কেউ করতে পারেনি।তিনি আরও বলেন, শেখ হাসিনা বিগত ১৭ বছর আলেমদের ওপর নানাভাবে নিপীড়ন চালিয়েছে, মুফতি আমিনী সাহেবকে প্রায় ২ বছর গৃহবন্দি করে রেখে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। 

সরাইল-আশুগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মুফতি আমিনী'র অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে'র লক্ষ্যে আমি কাজ করব। আমি অতিরিক্ত স্বপ্ন দেখাবো না, তবে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি নির্বাচিত হতে পারলে বরাদ্দের সম্পূর্ণ টাকা উন্নয়নের পেছনে খরচ হবে৷ এক টাকা দুর্নীতির নিজেও করবো না কাউকে করতেও দেবো না।"চুন্টা বাজার ঈদগা মাঠে" কর্মী সম্মেলনও দোয়া  মাহফিলের সভাপতিত্ব করেন, চুন্টা মাদ্রাসার সাবেক মুহতামিম, মাওলানা আতিকুল্লাহ সাহেব। জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এহসান উল্লাহ। 

মাওলানা মাহবুবুর রহমান। মাওলানা বশির আহমদ। সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম লাল বাদশা, মাওলানা জসিম উদ্দিন। মাওলানা জাহিদুল ইসলাম। মাওলানা আসাদ উল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এলাকার ময়মুরুব্বী ও জমিয়ত উলামায়ে ইসলামের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।। উক্ত অনুষ্ঠানে  জমিয়তে উলামায়ে ইসলামের চুন্টা ইউনিয়ন ইউনিয়ন কমিটি ঘোষণা করেন, মো নুরুল ইসলাম  লাল বাদশা।

মতামত দিন