জমি দখল ঠেকাতে ডাসারে জারি ১৪৪ ধারা
মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরের ডাসারে ফসলি জমিতে মাছের ঘের নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার তাদের ধানক্ষেত নষ্ট করে জোরপূর্বক মাছের খামার বানাতে চাইছেন। ইতিমধ্যে আদালত শান্তি বজায় রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা ও জ্বীনবাড়ি মৌজার প্রায় ৭৫–৮০ একর জমিতে কয়েকশ কৃষক ধান চাষ করে আসছেন। কৃষকদের অভিযোগ, চেয়ারম্যান প্রায় ৩৫–৪০ একর জমি ভাড়া নিয়ে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কেটে ঘের তৈরির চেষ্টা শুরু করেন। এতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদনে উল্লেখ করেন, ফসলি জমি নষ্ট করে মাছের ঘের নির্মাণে কোনো আইনি সুযোগ নেই। এর ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ অবস্থায় ভুক্তভোগী কৃষক হানিফ মোল্লা আদালতে মামলা করলে ১৮ আগস্ট জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন। ২২ আগস্ট পর্যন্ত ওই ধারা বহাল রয়েছে। একই সঙ্গে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে ভূমি সহকারী কমিশনারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
কৃষক হানিফ মোল্লা বলেন, “চেয়ারম্যান আমাদের ধানক্ষেত দখল করলে আমরা পথে বসে যাব।” স্থানীয় শাহীন মাতুব্বর জানান, দীর্ঘদিনের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। অপরদিকে সুজন মাতুব্বর আশঙ্কা প্রকাশ করেন, ঘের হলে জীববৈচিত্র্য ধ্বংস হবে।
অভিযুক্ত চেয়ারম্যান ভাষাই শিকদার বলেন, “জমি আমি কৃষকদের কাছ থেকে লিজ নিয়েছি। সেখানে তেমন ফসল হয় না। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
ডাসার থানার এসআই সুবির চন্দ্র সূত্রধর জানান, আদালতের নির্দেশ অনুযায়ী এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, “ফসলি জমি নষ্ট করে ঘের বানানো যাবে না। কৃষকদের স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন