জেলার খবর

চৌমুহনী-ফেনী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি ॥ বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দুর্গাপুর ইউনিয়নের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লতিফপুর গ্রামের মো. ইমন (২৪) ও নুর হোসেন রিফাত (২০)। তারা দুজনেই ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছিলেন।

নিহত রিফাতের বড় ভাই রাকিব জানান, সকালে ইমন ও রিফাত একসঙ্গে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমন মারা যান। রিফাতকে ঢাকায় নেওয়ার পথে কাঁচপুরের কাছে মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই গ্রামের দুই তরুণের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাজ শিখতে গিয়ে জীবন হারানো দুই তরুণের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের আহাজারি হৃদয়বিদারক দৃশ্য তৈরি করে। স্থানীয়রা বলছেন, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতিই এমন দুর্ঘটনার প্রধান কারণ।

মতামত দিন