জেলার খবর

চেয়ারম্যান মৃত্যুর পাঁচ বছর পর মামলার নোটিশ, ক্ষোভ স্থানীয়দের

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে এক অদ্ভুত ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান সরকার মৃত্যুর প্রায় পাঁচ বছর পর আসামি হিসেবে নোটিশ পেয়েছেন।

নোটিশটি ঢাকার যাত্রাবাড়ী থানার সি আর মামলা নং-৩২৯/২৫, ২৮ মে ২০২৫ তারিখে দায়ের হওয়া মামলায় পাঠানো হয়েছে। এতে তাকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকার বনশ্রীতে পিবিআই কার্যালয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী পাঠানো হয়েছে।

মরহুমের ছেলে মোঃ হাসান বলেন, “আমার বাবা ২০২০ সালে মারা গেছেন। ৫ বছর পর আসামি হিসেবে নোটিশ পাওয়ায় আমরা হতবাক। এ ধরনের ভুল প্রশাসনের উদাসীনতারই প্রমাণ।”

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, মৃত ব্যক্তিকে মামলা নোটিশে নাম অন্তর্ভুক্ত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি প্রশাসনের ত্রুটি এবং সাধারণ মানুষের আইনি বিশ্বাসে প্রভাব ফেলতে পারে।

স্থানীয় আইনজীবী ও বিশ্লেষকরা বলেন, মৃত ব্যক্তিকে নোটিশ দেওয়া আইনি প্রক্রিয়ার ভুল। এটি শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতা নয়, বরং আইনি ত্রুটিরও নিদর্শন। তারা আশা করছেন, দ্রুত এ ভুল সংশোধন হবে এবং নোটিশ বাতিল করা হবে।

এ ঘটনায় জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। স্থানীয়রা চাইছেন দ্রুত সমাধান ও ন্যায্যতার নিশ্চয়তা প্রদান করা হোক।

মতামত দিন