জেলার খবর

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ঈদে পর্যটকদের বরণে ব্যাপক প্রস্তুতি

মৌলভীবাজার প্রতিনিধি ॥ দীর্ঘ ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে মৌলভীবাজারের পর্যটন অঞ্চল শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাবে—এমনটাই জানাচ্ছেন স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকরা।

জেলার সব হোটেল-রিসোর্টে ৮ থেকে ১৪ জুন পর্যন্ত প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে শ্রীমঙ্গলের চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বাইক্কা বিল, হাইল হাওর ও বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতসহ অসংখ্য স্পট।

জানা গেছে, ভারতীয় পর্যটকদের প্রবেশ সীমিত থাকায় দেশি পর্যটকরা এবার বেশি ভিড় করছেন দেশের অভ্যন্তরীণ পর্যটন অঞ্চলে।

শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের মালিক সেলিম মিয়া বলেন, “ডলুবাড়ি এলাকার সব রিসোর্টই ফুল বুকড। অতিথিদের কথা ভেবে সবধরনের ব্যবস্থা করেছি।”

পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, “যেহেতু বিদেশি পর্যটক নেই, তাই ট্যুর গাইডদের বুকিং কিছুটা কম। তবে স্থানীয় পর্যটনের দিক থেকে এবার ঈদে ভালো সাড়া পাচ্ছি।”

এদিকে জেলা পর্যটন সংস্থা এবং প্রশাসন পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে। ট্যুরিস্ট পুলিশের ওসি কামরুল হোসেন জানান, “সব দর্শনীয় স্থানে পুলিশ টহল থাকবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, “ঈদকে সামনে রেখে জেলা পুলিশ, থানা-পুলিশ, র‌্যাব ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করবে।”

পর্যটকরা চাইলে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, রাজনগর, কুলাউড়া ও জুড়ীর অসংখ্য নতুন স্পটেও ঘুরে দেখতে পারবেন।

মতামত দিন