জেলার খবর

চালকের ঘুমে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতের এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও মুহূর্তের জন্য স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইজদী থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি স্লিপ করে খালে পড়ে যায়। তবে মরদেহের সাথে থাকা স্বজনরা দ্রুত স্থানীয়দের সহযোগিতায় অন্য গাড়ি ঠিক করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “চালকের চোখে ঘুম থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, রাতভর টানা গাড়ি চালানোর কারণে চালকদের শারীরিক ক্লান্তি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে লাশবাহী অ্যাম্বুলেন্সে এ ধরনের দুর্ঘটনা পরিবারগুলোর জন্য মানসিক চাপ আরও বাড়ায়।

সচেতন মহল বলছে, দীর্ঘপথে লাশ পরিবহনের ক্ষেত্রে বিকল্প চালক রাখা এবং ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে পারে।

মতামত দিন