জেলার খবর

চারদিন পর সৌদি ফ্লাইট, তার আগেই মৃত্যুর কোলে সাইফুল

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে চারদিন পর সৌদি আরব যাওয়ার কথা ছিল মো. সাইফুল ইসলামের (৩৫)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—নিজ ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল প্রবাস জীবনের দীর্ঘ সংগ্রাম শেষে কিছুদিন আগে দেশে ফেরেন। তিনি প্রায় ৫-৬ বছর আগে সৌদি আরবে যান। দেশে ফেরার পর পরিবার-পরিজনকে নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছিলেন। তবে তার আবারো ২৫ আগস্ট সৌদি আরবে ফিরে যাওয়ার ফ্লাইট ছিল।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। হঠাৎ মৃত্যুর এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “পরিবারের স্বচ্ছলতার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু এরকমভাবে তার জীবনাবসান হবে কেউ কল্পনাও করেনি।”

এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম সাংবাদিকদের জানান, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামের মানুষজন জানান, সাইফুল ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী যুবক। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো গ্রামই শোকে মুহ্যমান। আগামী ২৫ আগস্টের ফ্লাইটে তার যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। কিন্তু আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের স্বপ্ন।

মতামত দিন