চাটখিলে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর চাটখিলে তাসলিমা আক্তার নামের এক গৃহবধূ স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন। এই অনন্য ঘটনা ঘটেছে চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে গত ৮ আগস্ট। গৃহবধূ ও নবজাতকরা সুস্থ আছেন।উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী তাসলিমা প্রসবের সময় জানতেন না যে তার পেটে তিনটি শিশু রয়েছে। হাসপাতালের ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত করেন।
পরবর্তীতে ডাক্তার ও নার্সরা দীর্ঘসময় চেষ্টা করে সফলভাবে তিনটি শিশুকে জন্ম দেন। শিশুর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। গৃহবধূর পরিবার নতুন অতিথিদের সুস্থতা দেখে আনন্দিত হয়েছেন।
চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, প্রসূতি হাসপাতালে ভর্তি হওয়ার একদিনের মধ্যেই নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তান জন্ম দিয়েছেন। মা ও শিশুদের স্বাস্থ্য বর্তমানে ভালো রয়েছে।
এটি স্থানীয়দের মধ্যে আনন্দ এবং বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গৃহবধূর পরিবার নতুন জীবনকে স্বাগত জানিয়েছে এবং আশেপাশের মানুষরা এই অসাধারণ প্রসবের খবর নিয়ে খুশি।
মতামত দিন