জেলার খবর

চলনবিলের প্রধান রুটে দুর্ঘটনার ফাঁদ, কর্তৃপক্ষ নীরব

সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ সলঙ্গা-তাড়াশ জিসি সড়কের নুনিয়া পুকুর এলাকায় মাত্র ৫০ ফুট রাস্তার ক্ষতিই অচলাবস্থার জন্ম দিয়েছে। এলাকাটি আগরপুর ও আমশড়ার মাঝখানে অবস্থিত এবং চলনবিল অঞ্চলের মাছবাহী ট্রাক ও অন্যান্য পরিবহনের অন্যতম প্রধান পথ। কয়েকদিনের বৃষ্টি ও ভারী যান চলাচলের কারণে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত, যা সবসময় পানিতে ডুবে থাকে।

এলাকাবাসী জানায়, স্বেচ্ছাসেবীভাবে একাধিকবার রাস্তা মেরামতের চেষ্টা করা হলেও অল্প সময়েই তা নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতার কারণে প্রায় ১ ফুট গভীর গর্তে পড়ার ফলে বহু যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে, এমনকি কয়েকজন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন।

এই ভাঙনের ফলে উভয় পাশে লম্বা যানজট লেগে থাকে। ব্যবসায়ীরা সময়মতো পণ্য সরবরাহ করতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন, আর চাকরিজীবীরা অফিসে দেরি করে পৌঁছাচ্ছেন।

প্রতিবেদন প্রকাশের পরও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এই ৫০ ফুট রাস্তাই এখন পুরো অঞ্চলের দুর্ভোগের কেন্দ্রবিন্দু, তাই জরুরি ভিত্তিতে সংস্কার করে জনদুর্ভোগ কমানোই একমাত্র সমাধান। তারা আশা করছেন, সংশ্লিষ্ট বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

মতামত দিন