জেলার খবর

চন্দ্রায় চলন্ত ট্রাকে আগুন, আতঙ্কে স্থানীয়রা

গাজীপুর প্রতিনিধি ॥ কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার (৪ জুন) বিকেলে একটি মিনি ট্রাক হঠাৎ আগুনে পুড়ে যায়। ঘটনাটি বিকেল ৪টার দিকে ঘটে এবং তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ঢাকায় গরু পরিবহন শেষে ফেরার পথে মিনি ট্রাকটি কিছু যাত্রী নিয়ে রওনা দেয়। চন্দ্রা এলাকায় পৌঁছে যানজটে আটকে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ করে ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে গিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পরিস্থিতি সামাল দেয়। আগুনে পুরো ট্রাকটি পুড়ে ছাই হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুন লেগেছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’’

এ ঘটনার পরপরই মহাসড়কে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানবাহনগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হয়।

মতামত দিন