জেলার খবর

ঘোড়াঘাটে ভয়াবহ দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৫, পরিচয় সনাক্ত

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে ধাক্কা দিলে প্রাণঘাতী এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটিতে আম এবং অন্যটিতে বালু বোঝাই করা ছিল। প্রথম ট্রাকটির ক্যাবিনে ত্রুটি দেখা দেওয়ায় সেটি সড়কের পাশে রাখা হয় এবং আম নামানোর কাজ চলছিল। এর কিছু সময় পর পেছনে থাকা বালুবোঝাই ট্রাকটির চাকা পাংচার হয়ে যায়। সেই সময় ট্রাক দুটির মাঝে ঢুকে পড়ে দ্রুতগামী নৈশ কোচটি।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান সেনাবাহিনীর সদস্য এরশাদ আলী, শিক্ষার্থী তামান্না আক্তার, আরিফ ইসলাম, সুপারভাইজার আমিনুল ইসলাম ও মেকানিক কিবরিয়া ভূইয়া। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই রংপুর ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ শুরু করে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, “নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই দুর্ঘটনা ঘোড়াঘাট অঞ্চলে তীব্র শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

মতামত দিন