জেলার খবর

ঘরে ঘরে পানি, মহালছড়িতে মানবিক বিপর্যয়

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সঙ্গে মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাত ও কাপ্তাই লেকের পানির স্তর বৃদ্ধির ফলে সড়কটিতে কোমরসমান পানি জমে আছে। ফলে উপজেলাবাসীর সঙ্গে মুবাছড়ির বাসিন্দাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জরুরি প্রয়োজনে কেউ সড়কে চলাচল করতে পারছেন না। এমনকি রোগীবাহী গাড়ি বা খাদ্যসামগ্রী পরিবহনের মতো গুরুত্বপূর্ণ চলাচলেও বিঘ্ন ঘটছে। এতে করে ওই এলাকার জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। দ্রুত পানি না সরলে তারা বিপর্যয়ের মুখে পড়বেন।

মুবাছড়ি এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা এখন পানির রাজ্যে বাস করছি। কারও বাড়ি যেতে পারছি না, বাজার করতে পারছি না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।”

মহালছড়ি ইউএনও মো. আবু রায়হান জানান, “সড়কে পানি থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে বিকল্প যোগাযোগের বিষয়েও চিন্তা করা হবে।”

স্থানীয়দের দাবি, মুবাছড়ির সঙ্গে বিকল্প সড়ক যোগাযোগ স্থাপন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সড়কের উচ্চতা বৃদ্ধি বা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নও প্রয়োজন বলে তারা মনে করছেন।

মতামত দিন