গোয়ালন্দে মহাসড়কের দুর্গন্ধে অসুস্থ যাত্রী-চালক, প্রশাসনের অজ্ঞতা
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার স্থায়ী ডাম্পিং স্টেশনের কাজ সম্পন্ন না হওয়ায় জাতীয় মহাসড়কের পাশে পদ্মার মোড় এলাকায় প্রতিদিন পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। প্রায় আধা কিলোমিটার এলাকায় স্তুপাকারে জমে থাকা ময়লা দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে জনজীবন যেমন দুর্বিষহ হয়ে উঠছে তেমনি পরিবেশ দূষিত হচ্ছে।প্রতিদিন শত শত গাড়ি, যাত্রী ও পথচারী এই সড়ক ব্যবহার করেন। দুর্গন্ধের কারণে অনেকেই নাক-মুখ ঢেকে পার হচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে এলাকায় বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
একজন পথচারী জানান, “রাতে বা ভোরে পরিচ্ছন্নকর্মীরা ট্রাকে করে এসে বাজার ও বাসাবাড়ির ময়লা এখানে ফেলে রেখে যায়। ফলে সকালে মহাসড়ক দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়ে।” স্থানীয়দের দাবি, এই ভাগাড়ের কারণে ব্যবসায়ী, রিকশাচালক ও শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
দৌলতদিয়ার বাসিন্দা হাফিজুল হক বলেন, “পৌর কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না। আমরা প্রতিদিন যাতায়াতে দুর্ভোগে পড়ছি।” রিকশাচালক হারুন সরদার বলেন, “ঘাটে প্রতিদিন একাধিকবার যাওয়া-আসা করতে হয়। দুর্গন্ধে মাঝে মাঝে মাথা ঘুরে বমি চলে আসে।”
পথচারীদের অভিযোগ, ময়লার ভাগাড় থেকে দেড় কিলোমিটার দূরে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, “আবর্জনা থেকে নির্গত গ্যাস ও জীবাণু মানুষের শ্বাসযন্ত্রে প্রবেশ করছে। এতে শ্বাসকষ্ট, এলার্জি, অ্যাজমাসহ নানা রোগের আশঙ্কা থাকে।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. নাহিদুর রহমান জানান, “ডাম্পিং স্টেশনের কাজ ধীরগতির কারণে সমস্যা হচ্ছে। কয়েক দিনের মধ্যে মহাসড়কের পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করা হবে এবং স্থায়ী সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
স্থানীয়রা দ্রুত ডাম্পিং স্টেশনের কাজ শেষ করে মহাসড়ককে ময়লার ভাগাড় থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন।
মতামত দিন