জেলার খবর

গোপালপুরে কারেন্ট ও চায়না জাল আগুনে ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তুহিন হোসেন নেতৃত্বে অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে ঝিনাই নদী ও বড় কমুল্লী কাতলা বিল থেকে প্রায় ৬০০ মিটার চায়না জাল এবং ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অবৈধ জাল দেশের জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রজনন নষ্ট করছে। তাই আমাদের দায়িত্ব, এসব জাল ধ্বংস করে পরিবেশ রক্ষা করা।” জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান হলে নদী ও বিলের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জেলেরা লাভবান হবে এবং নদী-জলাশয়ে দেশীয় মাছের প্রজনন নিশ্চিত হবে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ভ্রাম্যমান আদালতের এই ধরনের অভিযান স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন