গোয়ালন্দে পাবলিক টয়লেট গর্তে স্বাস্থ্য কমপ্লেক্স ঝুঁকিতে
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রাচীরের বড় অংশ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব পাশে পাবলিক টয়লেট নির্মাণের জন্য গর্ত করলেও শেষ পর্যন্ত সেখানে কোন টয়লেট স্থাপন হয়নি।কয়েকদিনের ভারি বর্ষণের ফলে মাটি গর্তে পড়ে দেয়ালের একাংশ ঝুঁকিপূর্ণ হয়। শনিবার (৯ আগস্ট) সকালে ওই দেয়ালটি ধসে পাশের পুকুরে পড়ে যায়। ফলে হাসপাতালের নিরাপত্তা প্রাচীরের ফাঁকা অংশ সৃষ্টি হয়েছে, যা হাসপাতালের নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলেছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফুল ইসলাম জানান, গর্তের কারণে দেয়াল ধ্বসে পড়েছে এবং তিনি বিষয়টি পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানিয়ে দ্রুত মেরামতের অনুরোধ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দ্রুত দেয়াল মেরামত করা হবে। তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ধ্বসের ফলে হাসপাতালের নিরাপত্তা ও কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
মতামত দিন