জেলার খবর

খালেদা জিয়াকে আ.লীগ নেতার কটূক্তি, জামালপুরে উত্তাল জনতা

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত মানববন্ধনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা তার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার বিকেলে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় হাজীর বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারাও এতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, আব্দুল জলিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এটি শুধুই একটি রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়, বরং দেশের গণতন্ত্র ও নারীর মর্যাদাকে অপমান করার শামিল।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা হুঁশিয়ার করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে বড় আন্দোলন গড়ে তোলা হবে। তবে, অভিযুক্ত জলিল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো অবস্থান জানায়নি। ফলে সাধারণ মানুষ ও রাজনীতিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে।

মতামত দিন