খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে গুলশানে নাজিরপুর বিএনপির নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজার সামনে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হয়ে প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। দীর্ঘদিন অসুস্থতার পর বেগম জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।এ সময় দলীয় নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে পরিবেশকে উৎসবমুখর করে তোলেন। উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল, বিপ্লবী সদস্য সচিব মোঃ আবু হাসান খান এবং নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কসহ পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল এবং শ্রমিকদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সবাই বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আশা ব্যক্ত করেন।
নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণ হয়, দেশনেত্রীর জনপ্রিয়তা আজও অটুট এবং দলের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা অপরিসীম।
মতামত দিন