কয়া সীমান্তে ফেরত আসা পরিবারে স্বস্তির নিশ্বাস
জয়পুরহাট প্রতিনিধি ॥ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে জয়পুরহাটের কয়া সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর বুধবার দুপুরে তাদের কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেওয়া হয়।ফেরত আসা ব্যক্তিরা হলেন— খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের বাসিন্দা মুরাদ মোড়ল (৩০), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), দুই ছেলে রমজান মোড়ল (৮) ও মুসকান মোড়ল (৫) এবং দুই বছরের মেয়ে আমেনা মোড়ল।
জানা যায়, মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যে সীমান্তের অভ্যন্তরে ৩৫০ গজ দূরে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ তাদের আটক করে। পরে কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিএসএফের সাথে যোগাযোগ করে ফেরতের ব্যবস্থা করেন।
পাঁচবিবি থানার ওসি মো. ময়নুল ইসলাম বলেন, বিজিবি ফেরত আসা ৫ জনকে থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে এবং বিজিবির কাছে তুলে দেয়।
থানার ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিজিবি ও স্থানীয় প্রশাসন বলছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
মতামত দিন