জেলার খবর

কোম্পানীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

নোয়াখালী প্রতিনিধ ॥ কোম্পানীগঞ্জের চরএলাহী বাজারে দুই পক্ষের বিএনপি গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) বিকেলে একাধিক মিছিল ও মানববন্ধনের কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আহতদের মধ্যে রয়েছেন যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতারা।

স্থানীয়রা জানায়, একপক্ষ তোতা হত্যাকান্ড ও পরিবারের ওপর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঘোষণা করলেও, অপরপক্ষ সাহাব উদ্দিনকে হত্যার চেষ্টার প্রতিবাদে একই স্থানে কর্মসূচি নেন। এতে দুই দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বাজারের রাস্তা বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধরা কিছু সময় পথ অবরোধ রাখায় স্থানীয় ব্যবসা ও যাতায়াত ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিপক্ষের অভিযোগ অনুযায়ী, গত রোববার হত্যাচেষ্টা মামলার প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের দাবি এবং অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। আহতদের স্বাস্থ্য পরীক্ষা ও ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন সংঘর্ষ প্রতিরোধের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

মতামত দিন