জেলার খবর

কোম্পানীগঞ্জে চালক খুন, ছিনতাইকারীর খপ্পরে অটোরিকশা

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. রফিকুল ইসলামকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। মঙ্গলবার (২৬ আগস্ট) সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা যায়, নিহতের গলায় দড়ির ফাঁসের দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়েছে।

নিহতের মেয়ে মৌসুমী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাতে না ফেরায় আমরা ফোন দিই, কিন্তু সেটি বন্ধ পাই। সকালে শুনি বাবা আর নেই। আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে।”

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইকারী চক্রই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।

মতামত দিন