জেলার খবর

কুলাউড়ায় পুলিশ অভিযান, ১ লাখ ভারতীয় বিড়ি জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক যুবকের হেফাজত থেকে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ লাখ শলাকা বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া থানার একটি টিম শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে তুহিন আহমদ (২০) নামের যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১,০০,০০০ শলাকা বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আনা হয়েছিল। এ ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে অবৈধ পণ্য আনা প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এ ধরনের অভিযান জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযান পুলিশের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযান সফল হওয়ায় স্থানীয় মানুষরা স্বস্তি প্রকাশ করেছেন। জেলা পুলিশ ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্যের প্রবেশ প্রতিরোধ করবে।

মতামত দিন