কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি ॥ ভোরের আলো ফোটার আগেই কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে ছুটে চলছিল একটি সিএনজি। চালক মনির হোসেন (৩৯) অসুস্থ এক প্রতিবেশীকে হাসপাতালে ভর্তি করিয়ে ফিরছিলেন বাড়িতে। কিন্তু ছগুরা এলাকায় পৌঁছে প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ে শেষ হয়ে যায় এক কর্মজীবী মানুষের জীবন।বুধবার (২০ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে চালক মনির হোসেন ও যাত্রী কাউছার আহমেদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দাউদকান্দি পৌঁছানোর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ প্রসঙ্গে মীরপুর হাইওয়ে পুলিশ ইনচার্জ পারভেজ আলী জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি জব্দ করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মনির হোসেনের অকাল মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন