জেলার খবর

কুমিল্লার পদুয়ার বাজারে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের রামপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এটি ঘটেছে। নিহতরা হলেন মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে প্রাইভেট কারচালক আবুল হাশেম (৫০) এবং অন্য ছেলে আবুল কাশেম (৪৫)। তারা সবাই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার সময় পদুয়ার বাজারের ইউটার্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত লেনে চলে আসে। এ সময় দ্রুতগতির সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি উল্টে গিয়ে প্রথমে বাসের পেছনে থাকা প্রাইভেট কার এবং পরে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রাইভেট কারের চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”

স্থানীয়রা বলেন, দুর্ঘটনার কারণে পদুয়ার বাজার এলাকায় যানজট সৃষ্টি হয় এবং চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। নিরাপদ সড়ক ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করেছেন তারা।

মতামত দিন