কালকিনিতে শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা! আটক-১.
মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রবাসীর স্ত্রী পাখি বেগম হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী কালকিনি থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।বিক্ষোভে অংশ নেন নিহতের মা সারমিন বেগম, শাশুড়ি নাজমা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারা অভিযোগ করেন, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে পাখি বেগমকে হত্যা করা হয়েছে। হত্যার সময় প্রতিবেশী পলি বেগম তার বাড়িতে ঢোল বাজিয়ে গান গেয়ে আশপাশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পলি বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শাহাদাত হাওলাদার ও তার বাবা ইউনুস সরদার ঘটনার পর থেকে পলাতক।
কালকিনি থানার এসআই রাসেল জানান, “পলি বেগমকে আটক করা হয়নি। কেবল জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।” থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সন্তান সামনেই এমন নির্মম হত্যাকাণ্ডে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবি জানাচ্ছে।
মতামত দিন