কাপ্তাই বাঁধের গেট খুলে পানি ঝরছে বিপদসীমায়
ডেস্ক রিপোর্ট ॥ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কারণে কাপ্তাই বাঁধের ১৬টি গেট বুধবার রাত ৮টায় খোলা হয়েছে। প্রতি গেট ৬ ইঞ্চি উঁচু করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানি ১০৮.৩৫ এমএসএল পর্যায়ে পৌঁছেছে, যা সর্বোচ্চ ধারণ ক্ষমতার নিকটে।গেট খোলার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। মোট ৪১ হাজার কিউসেক পানি বর্তমানে নদীতে প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনও ২২০ মেগাওয়াটে চালু রয়েছে।
মাহমুদ হাসান বলেন, পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বৃদ্ধি করা হবে। তিনি আশ্বাস দেন, পানি ছাড়ার কারণে ভাটি এলাকা প্লাবিত হবে না।
চলতি মাসের ৫ আগস্ট হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছায় প্রথমবার গেট খোলা হয়। পরবর্তীতে পানি বৃদ্ধি পাওয়ায় গেট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট উঁচু করা হয়। সাতদিন পর পানি কমে আসায় ১২ আগস্ট গেট বন্ধ করা হয়।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে হ্রদ পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
মতামত দিন