কমলগঞ্জে ভূতুড়ে বিদ্যুৎ বিলের কারণে গ্রাহকের ক্ষোভ
মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের অধীনে আগস্ট মাসে গ্রাহকদের মধ্যে ব্যাপক ভূতুড়ে বিদ্যুৎ বিল আসায় সাধারণ মানুষ ক্ষুব্ধ ও বিভ্রান্ত। স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত বিলের দেড়গুণ থেকে দ্বিগুণ টাকা বসানো হয়েছে। এতে ৮০ হাজার বিদ্যুৎ গ্রাহক, বিশেষ করে চা বাগানসহ ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছেন।সিহাব উদ্দিন বলেন, “আমার প্রতিবেশীর মিটারে ১৩২০ ইউনিট দেখার পরও ১৪০০ ইউনিটের বিল এসেছে। দেড়গুণ থেকে দ্বিগুণ বিল আদায় করা হচ্ছে।” ভানুগাছ বাজারের রাজন মিয়া বলেন, “দোকানের বিদ্যুৎ বিল আগস্টে প্রায় ২,০০০ টাকা এসেছে। আগের মাসে ছিল ৮০০ থেকে ১,০০০ টাকা।”
চা বাগান এলাকার চঞ্চল গোয়ালা জানান, ২০০ টাকা বিল থেকে এই মাসে ১,৪০০ টাকা পর্যন্ত বিল এসেছে। অন্য গ্রাহকদের ক্ষেত্রে কয়েক হাজার টাকা পর্যন্ত বিল এসেছে। ন্যাশনাল টি কোম্পানীর একজন ব্যবস্থাপক জানান, অভিযোগ সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, “গরম থাকার কারণে ফ্যানের বেশি ব্যবহার হয়েছে। কিছু গ্রাহক অফিসে বসে নিজেই রিডিং নেয়, যার ফলে অতিরিক্ত বিল এসেছে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
গ্রাহকরা দ্রুত সমস্যার সমাধান এবং স্বাভাবিক বিল প্রবর্তনের দাবি জানাচ্ছেন। তারা আশ্বস্ত করছেন, প্রতিকার না হলে বৃহত্তর প্রতিবাদে মুখরিত হতে পারে।
মতামত দিন