জেলার খবর

কবিরহাটে মাহফিল ঘিরে যুবলীগ নেতাদের কারাগারে প্রেরণ

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে সাত বাড়িয়া এলাকায় মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ কর্মসূচি পালিত হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে আগেই আওয়ামী লীগের সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছিল। ফলে এই আয়োজনে স্থানীয় প্রশাসনের কড়া পদক্ষেপ আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। এরপর মাহফিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মেহেদী হাসান সুমন, আব্দুল করিম, নজরুল ইসলাম ও নিজাম উদ্দিন।

শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, কর্মসূচি নিষিদ্ধ থাকলেও দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, সন্ত্রাসবিরোধী দমন আইনে মামলা করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে, প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে রাতেই কবিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে উত্তেজনা আরও বাড়ে।

মতামত দিন