এদেশে ইলেকশন হয়নি, হয়েছে নির্বাচন নির্বাচন খেলা: আলতাফ চৌধুরী
পটুয়াখালী প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছর ছিল নির্বাচনের নামে প্রহসন। তখন দেশে প্রকৃত কোনো নির্বাচন হয়নি, হয়েছে সিলেকশনের খেলা।”মঙ্গলবার (১১ জুন) পটুয়াখালীতে জাতীয়তাবাদী চিকিৎসক ফোরামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “শেখ হাসিনা যাকে চেয়েছেন তাকেই নির্বাচিত করা হয়েছে। এদেশে ইলেকশন হয়নি, হয়েছে নির্বাচন নির্বাচন খেলা।”
সভাটি অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা সদরে। সভাপতিত্ব করেন বাংলাদেশ চিকিৎসক ফোরামের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, যুবদলের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী এবং লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষ এবার ভোটের অধিকার আদায়ের জন্য প্রস্তুত।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধ করে যে রাষ্ট্রের জন্ম, সেই রাষ্ট্র আজ গণতন্ত্রহীনতার ভয়াবহ এক দুঃসময়ে আছে। সকল পেশাজীবী, বিশেষ করে চিকিৎসক সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হতে হবে।”
সভায় চিকিৎসক, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ধ্বংস হয়েছে এবং নতুন করে তা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে। সভা শেষে ঈদ পুনর্মিলনী উপলক্ষে একান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতাকর্মীরা মতবিনিময় করেন।
মতামত দিন