জেলার খবর

এক বছর পর বানিয়াচং গণহত্যার আসামি ওসি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে গণঅভ্যুত্থান দমাতে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের বেপরোয়া গুলি চালনায় ৯ জন নিহত হওয়ার ঘটনার অন্যতম আসামি ও তৎকালীন বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় এক বছর ধরে পার পেয়ে গেলেও শেষমেশ রংপুরে দায়িত্ব পালনকালে ডিবি পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।

নাইন মার্ডার মামলার সাবেক তদন্ত কর্মকর্তা মো. আবু হানিফ জানান, বুধবার (১৩ আগস্ট) রংপুর রেঞ্জ অফিস থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ ঘটনায় সারা দেশে আবারও আলোচনায় এসেছে পুলিশি দমন-পীড়নের প্রশ্ন। নিহতদের পরিবার ও এলাকাবাসী বলছে, এই গ্রেপ্তার শুধুই প্রথম ধাপ— আসল কাজ হবে যখন দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনেকেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। আজও সেই দিনের আতঙ্ক তাদের মনে ভয়ঙ্কর দাগ কেটে রেখেছে। তারা আশা করছে, এই বিচার হবে দ্রুত ও স্বচ্ছভাবে, যাতে আর কোনোদিন রাষ্ট্রের রক্ষক জনগণের শত্রুতে পরিণত না হয়।

মতামত দিন