উল্লাপাড়ায় খেলাধুলার বদলে পানির সাথে যুদ্ধ করছে কোমলমতি শিশুরা
সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ উল্লাপাড়া উপজেলার আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বর্তমানে কোমর পানির নিচে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষার পানি জমে থেকে মাঠটিকে অচল অবস্থায় নিয়ে গেছে। আগে এ মাঠ ছিল শিশুদের খেলাধুলা, গ্রামের মানুষদের বিকেলের আড্ডা এবং নানা বিনোদনের প্রাণকেন্দ্র। এখন সেটি বিরানভূমি।বিদ্যালয় সূত্রে জানা যায়, শিশুদের বিদ্যালয়মুখী করতে এবং বিনোদনের সুযোগ দিতে সরকারি উদ্যোগে মাঠে নানা ধরনের রাইড বসানো হয়েছিল। কিন্তু পানি জমে থাকায় সেগুলো অকেজো হয়ে পড়েছে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনিচ্ছুক হয়ে পড়ছে। শিক্ষকদের মতে, খেলার মাঠ শিশুদের মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হলেও, জলাবদ্ধতার কারণে তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান, আশপাশের গ্রামগুলোতে বড় কোনো খেলার মাঠ নেই। তাই আগরপুর স্কুল মাঠ ছিল সবার বিনোদনের কেন্দ্র। বিকেল নামলেই বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা বসত এখানে। কিন্তু এখন পানির কারণে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, যা স্থানীয়দের জন্যও দুঃখজনক।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত মাঠের মাটি ভরাট ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে শিশুদের পড়াশোনা ও বিনোদনের আগ্রহ আরও কমে যাবে।
মতামত দিন