জেলার খবর

উপকূলবাসীর ভাগ্য বদলাবে বিএনপির হাতে: আমিরুল ইসলাম কাগজী

ডেস্ক রিপোর্ট ॥ খুলনার পাইকগাছা ও কয়রাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে প্রতিশ্রুতি দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আমিরুল ইসলাম কাগজী। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে এই অঞ্চলের অবহেলিত উপকূলবাসীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

শনিবার পাইকগাছার সরল বাজারে পাইকগাছা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন আমিরুল কাগজী। তিনি জানান, এপ্রিল থেকে সেপ্টেম্বর—এই সময় দুই উপজেলার মানুষ প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কায় দিন কাটান। এর মূল কারণ হিসেবে তিনি বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি ও অদক্ষতাকে দায়ী করেন। তার ভাষায়, বিগত সরকারগুলো কেবল লুটপাটে ব্যস্ত ছিল, ফলে জনগণের সুরক্ষা নিশ্চিত হয়নি।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নির্মাণ শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং তাদের আর্থিক অনুদান বিষয়েও গুরুত্বের সঙ্গে চিন্তা করা হবে। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, তাদের শাসনামলে দেশে যে অর্থপাচার হয়েছে, তা যদি দেশের উন্নয়নে ব্যবহার হতো, তাহলে আজ দেশের শিক্ষিত যুব সমাজ বেকার থাকত না।

বিএনপির পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে দেশের জনগণের মুক্তির সনদ আখ্যা দিয়ে তিনি বলেন, এই কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। দেশের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনাকে চিরতরে দূর করে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব তৌহিদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল গফুর শাকিল, গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সালে মো. ইকবাল এবং সাধারণ সম্পাদক বাবর আলী গোলদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মোল্লা ও সোহেল রানা।

মতামত দিন