জেলার খবর

ঈদের আনন্দে গরুর লাথি-গুতা, আহত ৭৭

ডেস্ক রিপোর্ট ॥ ঈদের দিন রাজধানীতে কোরবানির সময় আহত হয়েছেন অন্তত ৭৭ জন। গরুর আক্রমণ ও ধারালো অস্ত্রের আঘাতে এই সব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের গুতা, লাথি এবং ধারালো অস্ত্রে কাটা পড়ে নারী-শিশুসহ মোট ৭৭ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে তিনজন ভর্তি রয়েছে।”

তিনি আরও জানান, বাকি ৭৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের দুর্ঘটনা প্রতিবছর ঘটে, তবে এবারের সংখ্যা কিছুটা বেশি বলেই মনে করছেন তিনি।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অনেক ক্ষেত্রেই কোরবানির কাজে নিয়োজিত ব্যক্তিদের পশু সামলানোর দক্ষতা থাকে না। পাশাপাশি অনেকে ছুরি-চাপাতি ব্যবহারে সতর্ক না থাকায় কাটা পড়ে গুরুতর আহত হন।

সংশ্লিষ্ট থানা-পুলিশকে সব ঘটনা জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জনসচেতনতা বাড়ানো এবং প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ না করলে প্রতি বছর ঈদুল আজহায় এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন