জেলার খবর

আরাকান আর্মির ঝুঁকি এড়াতে কোস্ট গার্ডের অভিযানে ১২২ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি ॥ নাফ নদীর মোহনায় বিশেষ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপ সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং বাকিরা রোহিঙ্গা। তারা আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল। নিষেধাজ্ঞা অমান্য করে বারবার সীমান্ত অতিক্রম করার ফলে জেলেরা প্রায়ই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হচ্ছে।

কেবল চলতি আগস্ট মাসেই অর্ধশতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ জেলেকে বিজিবি বিভিন্ন সময়ে মুক্ত করতে সক্ষম হলেও এখনো শতাধিক জেলে মিয়ানমারে আটক রয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ না হলে জেলেদের জীবন সবসময় ঝুঁকিতে থাকবে। এজন্য বারবার সতর্ক করা হলেও কিছু জেলে মাছের লোভে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান আরও জোরদার করা হবে।

মতামত দিন