আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক ছাত্রলীগ নেতা, গণপিটুনি শেষে ...
কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় অভিযুক্ত ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস চন্দ্র লট্টকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রনগর গ্রামে এক কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।আটক নিবাস চন্দ্র লট্ট (২৫) দেবীদ্বার পৌরসভার বারেরা গ্রামের মৃত অমূল্য লট্টের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেবীদ্বার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিল। স্থানীয়রা জানায়, নিবাস দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার হিসেবে এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা, অপহরণ, ছিনতাই, ইভটিজিং এবং নারী কেলেঙ্কারির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এমনকি প্রকাশ্যে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করলেও কেউ প্রতিবাদ করার সাহস পেত না।
২০২৩ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোনরা গ্রামের আবুল খায়েরের ছেলে আবু বকরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় নিবাস। ঘটনায় দায়ের করা মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। পরে ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে পুলিশ। অবশেষে সম্প্রতি কিশোরী কেলেঙ্কারির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে সে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, “স্থানীয় জনগণ তাকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সে পূর্বের ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে কুপিয়ে জখম করার মামলার একজন অভিযুক্ত। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”
এলাকাবাসীর দাবি, নিবাসের মতো অপরাধীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধ বাড়বে। পুলিশের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
মতামত দিন