আন্দোলনকারীদের যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
খুলনা প্রতিনিধি ॥ খুলনায় পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে তীব্র আন্দোলন চলছে। শনিবার খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে আটকে রেখে এই দাবি জানান বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।বিক্ষোভকারীরা বলেন, “আমরা শুধু একটি বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই। আইজিপি বা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের কথা পৌঁছায়নি। তাই প্রেস সচিবকে আটকে রেখে আমাদের দাবির কথা জানাচ্ছি।” প্রেস সচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন। বৈঠকের পর তিনি প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নানা ক্ষেত্রে দায়িত্ব অবহেলা ও নির্যাতনের। এছাড়াও স্থানীয় প্রশাসনে দুর্নীতি, স্বচ্ছতার অভাব ও ন্যায়বিচারের অনুপস্থিতি নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, “আমরা চারদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।” তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
খুলনার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আগামী দিনগুলোতে আন্দোলনের পরিধি বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
মতামত দিন