আনন্দঘন যাত্রা মুহূর্তেই শোক: বাবার কোলে ঝরল শিশু প্রাণ
কক্সবাজার প্রতিনিধি ॥ বেড়াতে যাওয়ার আনন্দঘন যাত্রা মুহূর্তেই পরিণত হলো শোকে। শুক্রবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা–মেয়ে। নিহতরা হলেন ঢাকার উত্তরা এলাকার মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা–মেয়ে মারা যান। গাড়িতে থাকা আরও চারজন আহত হন।
ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের মধ্যে সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, মহাসড়কে সড়ক আইন কার্যকরে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে প্রাণঘাতী দুর্ঘটনা থামবে না।
এসআই বোরহান উদ্দিন বলেন, মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন